06
Aug
২০২০ টোকিয়ো অলিম্পিকে ভারতের প্রথম পদকজয়ী। পদক জয়ের পর মীরাবাঈ প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন যাঁরা তাঁর এই স্বপ্নকে সত্যি করতে সাহায্য করেছে। সেই তালিকায় ছিলেন বেশ কয়েকজন লরি চালক যাঁরা সেই শুরুর দিন থেকে তাঁর পাশে ছিলেন এবং মীরাবাঈকে তাঁর গ্রাম থেকে ট্রেনিং অ্যাকাডেমি পর্যন্ত নিখরচায় পৌঁছে দিতেন। অবশেষে ভারতের এই মহিলা পদকজয়ী সেই কাজটাই করলেন। ২৬ বছর বয়সি এই অ্যাথলিট পূর্ব মণিপুরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন। ইম্ফলের অনুশীলন কেন্দ্রে যাওয়ার জন্য তাঁকে প্রতিদিন ৩০ কিলোমিটার করে যাতায়াত করতে হত।কিন্তু, অনুশীলন কেন্দ্রে যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্ট কার্যত পাওয়াই যেত না। সেকারণেই বালি বোঝাই লরিতে চেপে ইম্ফলে যেতে হত মীরাবাঈকে।…