to disha

বিগবসের মঞ্চেই দিশাকে বিয়ের প্রস্তাব

বিগবসের মঞ্চেই দিশাকে বিয়ের প্রস্তাব

বিগবসের ঘরে বিয়ের মরশুম ! জানা গেছে বিগবসের প্রতিযোগী দিশাকে অনুষ্ঠানেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন ইন্ডিয়ান আইডল খ্যাত রাহুল বৈদ্য। গপ্পোটা হল, গোটা বিগবসের টিআরপি এখন ধরে রেখেছেন ইন্ডিয়ান আইডল খ্যাত রাহুল বৈদ্য ৷ যিনি কিনা দিশার প্রেমে একেবারে হাবুডুবু ৷ আর তাই সুযোগ পেয়ে বিগবসের ঘরে সবার সামনে রাহুল বৈদ্য সোজা দিশাকে প্রোপোজ করে বসলেন ৷ এই প্রোপোজল অবশ্য প্রেমের নয়, বরং একেবারে বিয়ের ! হ্যাঁ, ঠিক এরকমটাই করলেন রাহুল ৷ আর সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ভিডিওতে দেখা গিয়েছে, সাদা টিশার্টের পিছনে ‘ম্যারি মি’ লিখে রাহুল প্রোপোজ করছেন দিশাকে ৷ রাহুল বলছেন, দিশাই তাঁর প্রেম, যার জন্য তিনি…
Read More