tiktokreopenindia

১৯ জুলাই ফের চালু হতে পারে টিকটক!

১৯ জুলাই ফের চালু হতে পারে টিকটক!

১৯ জুলাইয়ের পর আবার ফিরে আসতে পারে টিকটক এমনটাই জানিয়েছে টিকটক এর চীনা সংস্থা বাইট ডান্স । জানা যাচ্ছে, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার চিনা সংস্থা বাইট ডান্স’এর কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছে, যেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর ২২ জুলাইয়ের মধ্যে দিতে হবে। সদুত্তর পেলে আবার অ্যাপগুলো চালু করে দেওয়া হবে। তবে, সঠিক জবাব না-মিললে অ্যাপগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হবে। প্রসঙ্গত, তথ্য চুরি হয়ে যাওয়ার অভিযোগ সামনে এনে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। ঘটনার ক’এক দিনের ব্যবধানে নতুন করে আবার অ্যাপগুলো চালু করার এই চেষ্টা জল্পনা উস্কে দিল। চীনা সংস্থা বাইট ডান্স আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে।
Read More