08
Jan
বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে খুঁজতে শুরু করেছিলেন গ্রামবাসীরা। এর পর বনকর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। ডেরায় ফিরে আসল সুন্দরবনের অনুপ্রবেশকারী বাঘ। বাঘের পায়ের ছাপ দেখে তার গতিবিধি পর্যবেক্ষণ করে এমনই জানালেন বনকর্মীরা। এর পরেই কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেন কুলতলির গ্রামবাসীরা। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী জানান, বাঘটি উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি-১১ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে। বুধবার সকাল থেকেই বাঘটিকে খোঁজার অভিযান শুরু করেছে বনকর্মীরা। প্রাথমিক ভাবে জলপথে সন্ধান চালান তাঁরা। কুলতলির বাঘ মাকড়ি নদী পার করে এগিয়ে গিয়েছে কি না, সেই বিষয়টা নিশ্চিত করতে…