17
Dec
দ্য বডি শপ এবারের ক্রিসমাসে সকলের জন্য অপূর্ব উপহার নিয়ে এসেছে। যে কেউ দ্য বডি শপের সৌন্দর্যমন্ডিত ক্র্যাফটেড গিফট হ্যাম্পার্স থেকে বেছে নিতে পারেন ক্রিসমাসের খুশির উপহার। এবছর দ্য বডি শপের স্পেশাল এডিশন লাইন-আপে রয়েছে উৎসবের সুগন্ধ – নিউ উইন্টার জেসমিন, ফেস্টিভ বেরি ও ওয়ার্ম ভ্যানিলা। এগুলি মুহূর্তে খুশি করে দেয় প্রাপককে। দ্য বডি শপের এই কালেকশনে সকলের জন্য এমনসব উপহারের মোড়ক রয়েছে যা ক্রিসমাসকে অভিনব ও আনন্দময় করে তোলে। কোভিড-১৯ সমস্যা যাদের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে সেইসব মহিলাদের এই ক্রিসমাসে সাহায্য করা হবে দ্য বডি শপের প্রতিটি ক্রয়ের মাধ্যমে। এজন্য দ্য বডি শপ যুক্ত হয়েছে প্লাস্টিক ফর চেঞ্জ ইন্ডিয়া…