THE REAL INSIGHT

বিগত ত্রৈমাসিকে আবাসন বিক্রয়ে বৃদ্ধি

বিগত ত্রৈমাসিকে আবাসন বিক্রয়ে বৃদ্ধি

‘রিয়াল ইনসাইট – কিউ১সিওয়াই২১’ - অনলাইন প্রপার্টি ব্রোকারেজ সংস্থা প্রপটাইগার-ডট-কম প্রকাশিত এই সাম্প্রতিক রিপোর্ট অনুসারে ২০২১ ক্যালেন্ডার বর্ষের (সিওয়াই) জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে (কিউ১) ভারতের ৮টি মুখ্য রেসিডেন্সিয়াল মার্কেটে আবাসন বিক্রয়ে ১২ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সরকারের বিভিন্ন পদক্ষেপ ও তার ফলে ক্রেতাদের মধ্যে আস্থা ফিরে আসায় এই বৃদ্ধি সম্ভব হয়েছে। প্রপটাইগার-ডট-কমের ‘রিয়াল ইনসাইট – কিউ১সিওয়াই২১’ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, নির্মাতারা ২০২১-এর জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে মোট ৬৬,১৭৬টি আবাসন বিক্রয় করেছেন প্রাইমারি মার্কেটে। এই সময়কালে বিভিন্ন রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেট হ্রাস করেছে ক্রেতাদের আস্থা অর্জনের জন্য এবং আবাসনের বিক্রয়ের ওপরেতার প্রভাব পড়েছে। আবাসন বিক্রয় অবশ্য কিউ১সিওয়াই২০ অপেক্ষা…
Read More