tea workers

চিতাবাঘের হামলায় জখম দুই, আতঙ্ক নকশালবাড়ি এলাকায়

চিতাবাঘের হামলায় জখম দুই, আতঙ্ক নকশালবাড়ি এলাকায়

ফের চিতাবাঘের আতঙ্ক নকশালবাড়িতে।বাগানে কাজ করার সময় আচমকাই চিতার হামলায় জখম দুই কর্মী। আতঙ্কে নকশালবাড়ি চাবাগানে কাজ বন্ধ রেখেছে কর্মীরা। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নকশালবাড়ি সাতভাইয়া ডিভিশনের চাবাগান এলাকায়। সূত্রের খবর, চিতাবাঘের হামলায় দুইজন আহত হয়েছে। আহত দুজনের নাম মাকারিয়া খেরিয়া ও রাজীব লিম্বু। চাবাগান কর্মীরা জানিয়েছে প্রায় একমাস ধরে বাগানে চিতার আতঙ্ক রয়েছে। এদিন বাগানে জল দেওয়ার কাজে এসে চিতার হামলায় পরে কর্মী। দেখতে পেয়ে বাকি কর্মীরা এসে জখম কর্মীদের তড়িঘড়ি নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয় । চিতাবাঘ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে নকশালবাড়ি টুকরিয়া বনবিভাগের কর্মীরা। ঘটনার পর কাজ ছেড়ে বাড়ি চলে যায় চা বাগানের অধিকাংশ কর্মীরা।
Read More
রাজ্যের উন্নয়নের মডেল বিজেপি রাজ্যগুলিতেও কার্যকর করার দাবি তৃণমূল রঞ্জন সরকারের

রাজ্যের উন্নয়নের মডেল বিজেপি রাজ্যগুলিতেও কার্যকর করার দাবি তৃণমূল রঞ্জন সরকারের

রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সমাজের সকল স্তরের মানুষের জন্য ভাবেন আর কাজ করে চলেছেন তাতে বিজেপিশাসিত রাজ্যগুলোরও দেখে শেখা উচিত। বিজেপিকে এভাবে একহাত নিলেন তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার। চাবাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে এদিন বিজেপি এবং বামফ্রন্টকে তুলোধনা করেন। তিনি জানান, ২০১১ সালের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র ৬৭ টাকা। রাজ্য সরকারের কাছে এই কথা পৌঁছানো মাত্র তৎকালীন শ্রমমন্ত্রী, মূখ্যমন্ত্রী, শ্রমিক নেতৃবৃন্দ সকলকে নিয়ে বৈঠক করে একবারে ১৭৬ টাকা মজুরি বৃদ্ধি করা হয়। পরবর্তীকালে আবার চা শ্রমিকরা দাবী করেছিলেন আরেক দফায় মজুরী বৃদ্ধি। তাদের সেই আবেদনে সারা দিয়ে গত ২০ তারিখ রাজ্যের শ্রমমন্ত্রী, শ্রমিক…
Read More