06
Jun
আমেদাবাদ থেকে মাত্র ৭৫ কিমি দূরে, বরসাদ রোডের আনন্দের জিতোদিয়া গ্রামে বহু প্রাচীন, প্রায় হাজার বছরের প্রাচীন বৈজনাথ মহাদেব মন্দিরে অবস্থিত স্বয়ম্ভু শিবলিঙ্গ থেকে পবিত্র জল বের হয়। হাজার বছর ধরে প্রবাহিত এই জলের রহস্য আজও অধরা। এই প্রাচীন মন্দিরটি প্রায় 1017 বছরের পুরনো। কথিত আছে এখানে ভীম পূজা করেছিলেন : পৌরাণিক কাহিনি অনুসারে, বর্তমান জিতোদিয়া গ্রামের স্থানটি বহু বছর আগে 'হিন্দবা-বন' নামে বিখ্যাত ছিল। সেই সময় ভীম হিড়িম্বা কে বিয়ে করেন এবং তার সাথে এই বনে থাকতেন। কথিত আছে যে ভীম শিবকে পূজা করার জন্য শিবলিঙ্গের সন্ধান করেছিলেন, তখন এই শিবলিঙ্গটি জান্ডিয়ার মাঝখানে পাওয়া গিয়েছিল, যা ভীম পূজা করেছিলেন।…