17
Jul
স্বপ্না বর্মনের বাড়িতে অভিযান চালানোর ঘটনার নিন্দা করে সংশ্লিষ্ট বনাধিকারিককে বদলির নির্দেশ মুখ্যমন্ত্রীর। নবান্নে সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী। স্বপ্না নির্দোষ এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী জানান সপ্নার সাথে টেলিফোনে কথা বলেছেন। বনদপ্তর এর আধিকারিক কর্তাদের না জানিয়ে সপ্নার বাড়িতে অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন সপ্নার পক্ষে বোঝা সম্ভব নয় ওটা চোরাই কাঠ কি নয়। যা হয়েছে এটা ঠিক হয়নি। সংস্লিষ্ট বন আধিকারিককে বদলি করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দুদিন আগেই সোনাজয়ী অ্যাথলেটিকস স্বপ্না বর্মন এর বাড়িতে হানা দেয় উত্তরবঙ্গ বনদপ্তর এর স্পেশাল টাস্কফোর্সের রেঞ্জার সঞ্জয় দত্ত ও সহকর্মীরা। তার বাড়িতে নদীতে ভেসে আসা কাঠ উদ্ধার হয় বলে জানান বনকর্মীরা।…