suresh raina

আইপিএল না খেলেই দেশে ফিরে আসলেন সুরেশ রায়না !

আইপিএল না খেলেই দেশে ফিরে আসলেন সুরেশ রায়না !

হঠাৎ দুবাই থেকে ফিরে এলেন সুরেশ রায়না । দুসপ্তাহ আগেই আইপিএল খেলতে উড়ে গিয়েছিলেন টিম চেন্নাইয়ের সঙ্গে। কিন্তু হঠাৎ তার ফিরে আসায় অবাক চেন্নাই ভক্তরা । চেন্নাই সুপার কিংসের অন্যতম সদস্য কেন ফিরে এলেন সে বিষয়ে কোনো কারণ জানা যায়নি ।শনিবার নিজেদের টুইটারে এই খবর দিয়েছে চেন্নাই সুপারকিংস ।আইপিএলের ত্রয়োদশতম সংস্করণে তিনি খেলবেন না। ঠিক কী কারণে রায়না ভারতে ফিরলেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সিএসকে। তবে বলা হয়েছে যে ‘ব্যক্তিগত কারণে’ ভারতে ফিরছেন তিনি । বিশ্বস্ত সূত্রের খবর চেন্নাই সুপার কিংস দলে সাপোর্ট স্টাফ সহ প্রায় ১০ জনের শরীরে করোনা সংক্রমণ মিলতেই স্বাস্থ্যের কথা বিবেচনা করে এবছর আইপিএল না…
Read More