suranjan dey

পরিচালক ও সাংবাদিক সুরঞ্জন দে লকডাউনে তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্যর ছবি ‘আনলাকি শার্ট’ ও ‘ফাঁদ’

পরিচালক সুরঞ্জন দে লকডাউনে তৈরি করেছেন দুটি স্বল্পদৈর্ঘ্যর ছবি। প্রথমটি প্রদীপ আচার্যের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে  ছবি 'আনলাকি শার্ট'। অতিমারির কারণে সারা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক মন্দা ও নৈরাশ্য তৈরি হয়েছে, তাই প্রতিফলিত হবে এই ছবির মাধ্যমে। এটি মূলত একটি ভালোবাসার গল্প। লকডাউনে দুই প্রেমিক-প্রেমিকার রোজই টেলিফোনে কথা হত। তর্ক, বিতর্ক ও ভালোবাসা সবই ছিল। আনলক পর্বে প্রেমিকা চাইল প্রেমিকের সঙ্গে জরুরি দেখা করতে। সাক্ষাৎপর্বে প্রেমিকের পরনে ছিল সেই শার্ট। আর এই শার্ট নিয়েই ছবির ক্লাইম্যাক্স। অভিনয়ে সুপর্ণা কুমার, ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়, ড. ভানু ভূষণ খাটুয়া, তুহিন শঙ্কর পাল, নীলিমেশ ঘোষ দস্তিদার, কঙ্ক ঘোষ দস্তিদার, আশিস ঘোষ এবং পরিচালক সুরঞ্জন…
Read More