01
Jan
মারুতি সুজুকির সুপার ক্যারি সাফল্যের ৪ বছর উদযাপন করছে। ২০১৬ সালে মারুতি সুজুকি কমার্সিয়াল সেগমেন্টে পদক্ষেপ করেছিল তার প্রথম কমার্সিয়াল ভেহিকেল সুপার ক্যারিকে সঙ্গে নিয়ে। এই শক্তিশালী মিনি ট্রাকের অধিকারীর সংখ্যা ৭০,০০০-এরও বেশি। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, সুপার ক্যারি পেট্রোল বিক্রয়ে ৭৫% মার্কেট শেয়ার-সহ এটাই প্রথম এলসিভি মিনি-ট্রাক যা লঞ্চ্ হয়েছে বিএস৬ পেট্রোল ভেরিয়েন্টে এবং দিচ্ছে পাওয়ারফুল ১১৯৬সিসি ৪ সিলিন্ডার দমদার ইঞ্জিন। মারুতি সুজুকি ২০১৬ সালে সুপার ক্যারি মিনি ট্রাক লঞ্চ্ করেছিল, আর এস-সিএনজি ভেরিয়েন্টের সুপার ক্যারি লঞ্চ্ করেছিল ২০১৭ সালে। কোম্পানির মিশন গ্রীন মিলিয়ন অনুসারী বিএস৬ বিধিসম্মত এস-সিএনজি ভেরিয়েন্ট লঞ্চ্ হয়েছে…