28
Jan
পচিমবঙ্গের মধ্যে সব চেয়ে বেশি ঝড় আছড়ে পরে এর ওপর দিয়ে৷ বিগত কয়েক বছরের একের পর এক প্রকৃতির তান্ডব দেখেছে এই জায়গা এবং এই জায়গার মানুষজন৷ বারংবার বিপদের সম্মুখীন হয়েছে তারা৷ কথা হচ্ছে সুন্দরবন নিয়ে৷ প্রাকিতিক ঝড়ের সাথে সাথে রয়েছে পদে পদে অন্যান্ন বিপদও৷ এখানকার মানুষের জীবনও তাই সংগ্রামী৷ ঘন ঘন আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়৷ যা ছত্রভঙ্গ করেছে সাধারণ মানুষের জীবনযাত্রাকে৷ সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় বয়ে যায় এই সুন্দরবের উপর দিয়েই৷ ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) পুণের বিশ্লেষণে দেখা যাচ্ছে, এখানে ঘূর্ণিঝড়ের প্রত্যাবর্তনের সময়কাল অত্যন্ত সংক্ষিপ্ত৷ মাত্র ১.৬৭ বছর৷ তীব্র ঝড়ের ফিরে আসার ব্যবধান ২.৬১ বছর৷…