21
Jul
রথযাত্রা উপলক্ষে কোলগেট-পামোলিভ লিমিটেড আন্তর্জাতিক বালু শিল্পী এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সুদর্শন পট্টনায়েক কে দিয়ে পুরীর সৈকতে কোলগেট বেদশক্তি টুথপেস্টের জন্য একটি বালি ভাস্কর্য তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। ওই বালি ভাস্কর্যটি মুখের স্বাস্থ্য কেন অপরিহার্য সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। মুখের স্বাস্থ্য শিক্ষা এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর তার প্রভাবকে তুলে ধরতে কোলগেটের নিরন্তর প্রচেষ্টার এটি একটি অংশ। কোলগেট বেদশক্তি শক্তিশালী আয়ুর্বেদিক বিবিধ মিশ্রণের একটি টুথপেষ্ট। কোলগেট বেদশক্তিতে রয়েছে লবঙ্গ, মধু, তুলসী, নিম এবং আমলার মতো উপাদানগুলির মিশ্রন, যা মুখের এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে।