Stories I Must Tell: The Emotional Life of an Actor

কবীর বেদির সঙ্গে কথোপকথন

কবীর বেদির সঙ্গে কথোপকথন

প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে দ্য রাইট সার্কেলের ব্যবস্থাপনায় গুয়াহাটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা কবীর বেদির আত্মজীবনী-নির্ভর (‘স্টোরিজ আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর’) একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে কবীর বেদির সঙ্গে আলোচনা করেন কলকাতার ‘এহ্‌সাস’ নারী শ্রীমতি নীলিমা আগরওয়াল। ‘দ্য রাইট সার্কেল’ হল প্রভা খৈতান ফাউন্ডেশনের একটি ইংরেজি সাহিত্য বিষয়ক উদ্যোগ। গুয়াহাটির এই প্রশ্নোত্তর-ভিত্তিক অধিবেশনে লেখক, আলোচক, সাহিত্য অনুরাগী ও সাংবাদিকতা জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাবেশ হয়েছিল।  আত্মজীবনীমূলক ‘স্টোরিজ আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর’ গ্রন্থটিতে অভিনেতা কবীর বেদির বর্ণময় জীবন এবং বলিউড, হলিউড ও ইউরোপের অভিনয় জগতের নানাদিকে আলোকসম্পাত করা হয়েছে। প্রসঙ্গত, প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগ ‘দ্য রাইট সার্কেল’ বিশেষ আলোচনাসভার…
Read More