18
Jul
একের পর এক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা৷ অর্থনৈতিক সংকটে ধুঁকছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা৷ বাজার দর অগ্নিমূল্য৷ আলুর দাম ৪৩০ রুপি প্রতি কেজি! আর এই আকাশ ছোঁয়া দামেই প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্য এবং সব্জি কিনে খেতে হচ্ছে সে দেশের মানুষকে। আড়াই বছর আগের চেয়ে শ্রীলঙ্কার বর্তমান বাজার দর আকাশ-পাতাল তফাত। ২০১৯-এর নভেম্বরে দ্বীপরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় পণ্যের যা দাম ছিল, মাত্র আড়াই বছরে তা প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে৷ সব থেকে বেশি বেড়েছে ডালের দাম। আগে শ্রীলঙ্কার মুদ্রায় প্রতি কেজি ডালের দাম ছিল ১২০ রুপি, এখন তা বেড়ে হয়েছে ৬২০ রুপি৷ অর্থাৎ প্রায় ৪১৭ শতাংশ বৃদ্ধি হয়েছে শুধু ডালে দামেই৷ আগে আলুর দাম…