Sreelekha

জোজোর ছেলেকে নিয়ে ফের কটাক্ষ, এবার সরব হলেন ‘প্রতিবাদী’ শ্রীলেখা

জোজোর ছেলেকে নিয়ে ফের কটাক্ষ, এবার সরব হলেন ‘প্রতিবাদী’ শ্রীলেখা

মাসকয়েক আগে জোজোর ছেলেকে গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল। জোজো নিজেই তার ফেসবুকে লাইভে এসে তীব্র বিরোধিতা করেছিল। এবার সেই কটাক্ষের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে গান গাইতে উপস্থিত ছিলেন জোজো তার পুত্র এবং শ্রীলেখা। সেখানেই জোজো এবং সেই খুদের সঙ্গে ছবি তোলেন তিনি। সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করেই অভিনেত্রী লেখেন,‘এই মেয়েটির ফ্যান আমি বহুদিন থেকেই। ওর গানের জন্য তো বটেই, এমনকি মানুষ হিসেবেও আমার খুবই পছন্দের জোজো। কোনও মার প্যাঁচ নেই। আর এখন তো ওর এসি হয়ে গিয়েছি আমি এই মিষ্টি পুচকুটাকে নিজের করার পর। কিন্তু শুনলাম ওকে নাকি ট্রোল করা…
Read More