04
Jun
‘কম ডিগ্রি নিয়ে এলে চাকরি পাওয়া সহজ হচ্ছে। উচ্চশিক্ষায় কাজ কম।’ শনিবার শিক্ষা মেলার সূচনার দিনে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন শোভনদেব বলেন, গ্রাজুয়েশন করার থেকে যদি একটা ছেলে হায়সেকেন্ডারি পাস করে, অনেক জায়গায় এখন চাকরি পাওয়া যাচ্ছে। বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায়। সেই এডুকেশন যদি কেউ পড়ে আসে, আমাদের সুযোগ আছে সেখানে ঢুকিয়ে দেওয়ার দু-চারটে লোক। কিন্তু, সেই না পড়ে শুধু গ্র্যাজুয়েট হয়ে চাকরি পাওয়া যাচ্ছে না। শুধু এম এ পাস করে, কোনও চাকরি পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। ১২ লক্ষ পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক। সেখানে পাশ করেছে ৮৬% পরীক্ষার্থী। সেই প্রসঙ্গে কৃষিমন্ত্রী…