15
Oct
করোনা থেকে স্বস্তি পেলেও এখনও সঙ্কট কাটেনি সৌমিত্র বাবুর। বুধবার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তবে হাসপাতালেই থাকতে হবে আরও বেশ কিছুদিন। তার শারীরিক অবস্থা একটু হলেও স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন চিকিৎসকরা। তবে পুরোপুরি সঙ্কটমুক্ত নন বছর পঁচাশির বর্ষীয়ান অভিনেতা। একাধিক শারীরিক সমস্যায় এখনো চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফুসফুসের সংক্রমণ আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। এরই সঙ্গে লক্ষ্যণীয় ভাবে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত যে আশা নিরাশার দোলাচলে ছিলেন চিকিৎসকরা, তারাও চ্যালেঞ্জ নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে সুস্থ করে তোলার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রক্তে পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মাত্রা স্বাভাবিক, তবে…