18
Feb
একের পর এক অভিনেতা যোগ দিচ্ছেন তৃণমূল-কংগ্রেস ও বিজেপি শিবিরে। আর এর মধ্যেই অভিনেত্রী সোহিনী সরকার সাফ জানিয়ে দিলেন, তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। টলিপাড়া ও রাজনৈতিক মহল জুড়ে প্রতি নিয়ত জল্পনা চলছে, কোন অভিনেতা কোন দলে যোগ দেবেন। এরকমই সম্প্রতি খবর চাউড় হয়, যে সোহিনী বুধবার বিকেল ৪টেয় বিজেপি-তে যোগ দেবেন। সরস্বতী পুজোর কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবির কমেন্টে অনেকেই অনেক রকম মন্তব্য করতে থাকেন। এর পরেই সোহিনী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে সমস্ত জল্পনায় জল ঢালেন। তিনি বলেন, "আমার পেশা শুধু অভিনয় করা। সেই কারণেই আমায় কয়েকজন মানুষ চেনেন। রাজনীতির সঙ্গে জড়ানোর আমার কোনও…