smuggling

গরুপাচারকাণ্ড: ‘তদন্তে হস্তক্ষেপ নয়’, বিনয় মিশ্রের আবেদন খারিজ হাইকোর্টের

গরুপাচারকাণ্ড: ‘তদন্তে হস্তক্ষেপ নয়’, বিনয় মিশ্রের আবেদন খারিজ হাইকোর্টের

বাবা-মাকেও নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরুপাচারকাণ্ডে CBI তদন্ত খারিজের দাবিতে যে আবেদন করেছিল মূল অভিযুক্ত বিনয় মিশ্র, সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, 'তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত'। বিনয় মিশ্র এখনও পলাতক। বিদেশে গা-ঢাকা দিয়েছে সে। গরু পাচার মামলায় তদন্তে নেমে একটি ডায়েরি হদিস পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা। দিন কয়েক আগে আদালতে সিবিআই-র এএসজি দাবি করেন, বিনয় মিশ্র মামলা আদপে এক বৃহৎ ষড়যন্ত্র। গরুপাচার-কাণ্ডের অন্যতম অভিযুক্ত ইমানুল টাকা পাঠাত বিএসএফ কমান্ডান্ট মনোজ সানাকে। সেখান থেকে তার অন্যতম সহযোগী সতীশের মাধ্যমে টাকা যেত বিনয়ের হাতে। অপরাধীদের নিরাপত্তা সুনিশ্চিত করত বিনয়। পুলিস, প্রশাসন সবই ছিল তাদের হাতের…
Read More