sishabagan o ekti rat

শিশাবাগান ও একটি রাত

শিশাবাগান ও একটি রাত

সালটা ২০১৮। গভীর রাত। বৃষ্টি পড়ছে অঝরে। একটা ফোন বিশ্বজিৎ বাবুকে ভীষণ বিচলিত করে তুলল। বন্ধু গৌর সরকার ও কাবলু সেনগুপ্তকে সাথে জল কাঁদা পেড়িয়ে পৌছালেন তিস্তাচরে। যে খবর পেয়েছেন তা একেবারেই ঠিক। বর্ষার ভয়াল তিস্তা তার ১২০০০ স্বপ্নের সাথে যুদ্ধে মেতেছে। উৎখাত করে চলেছে তাদের একে একে। অবশিষ্ট রয়েছে মাত্র অল্প কিছু। তারা যে চিৎকার করে তাকে বলছে, “দাদা, আমাদের বাঁচাও।" চোখের সামনে নিজেদের স্বপ্নগুলিকে নদীর জলে ভেসে যেতে দেখে বড় অসহায় হয়ে পরেন তাঁরা। কি করে থামাবেন এই ধ্বংসলীলাকে? এযে প্রকৃতির নিষ্ঠুর প্রতিশোধ। ভয়কে তুচ্ছ করে তিস্তার দিকে অনেকটা এগিয়ে গেলেন বিশ্বজিত বাবু। কোমর সমান জলে দাড়িয়ে তিস্তার…
Read More