21
Aug
প্রায় একমাস পর অবশেষে শিলিগুড়িতে চালু হলো সেফহাউস । শিলিগুড়িতে উত্তরোত্তর করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত একমাস আগে শিলিগুড়িতে সেফহাউস নির্মাণের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর ।শিলিগুড়িতে করোনা রোগীদের চিকিৎসার জন্য মাটিগাড়ার চ্যাং হাসপাতাল এবং মেডিকেল কলেজের পাশে ডিসান হাসপাতাল কোভিড হাসপাতালে পরিণত করলেও আরো হাসপাতালের প্রয়োজন হয়ে পড়ে শিলিগুড়িতে । সেই মতো জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন শিলিগুড়িতে ইন্ডোর স্টেডিয়ামে সেফ হাউস তৈরির সিদ্ধান্ত নেয় । কিন্তু প্রথমদিকে এই সেফ হাউস নির্মাণে প্রতিবেশীদের নানা বিরোধ প্রতিবাদ সত্ত্বেও পর্যটনমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে সেফ হাউসে করোনা রোগীদের চিকিৎসা শুরু হল আজ থেকে ।জানা গেছে ঈষৎ উপসর্গ বা উপসর্গহীন করোনা রোগীদের এই সেফহাউসে…