siliguri town station

নারী শক্তির উদাহরণের সাক্ষী শিলিগুড়ি টাউন স্টেশন

নারী শক্তির উদাহরণের সাক্ষী শিলিগুড়ি টাউন স্টেশন

নারীরা শুধু রাধে আর চুল বাধে না তারাও যে দেশের কাজে নিজেদের নিমজ্জিত করতে পারে তার উদাহরন রয়েছে ভুরিভুরি। আজ দেশের প্রতিটি জায়গায় নারীরা গুরুত্বপূর্ন জায়গায় দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করে আসছে৷ শিলিগুড়ি টাউন স্টেশন বহু ইতিহাসের সাক্ষী। সেই রেল স্টেশন সাক্ষী হয়ে রইল আরো এক ইতিহাসের, আর এই ইতিহাস তৈরীর পিছনে অবশ্যই কৃতিত্ব ভারতীয় রেলের। উত্তরবঙ্গের শিলিগুড়ি টাউন স্টেশন একমাত্র স্টেশন যা পরিচালিত হয় মহিলা দ্বারা। এই স্টেশনের স্টেশন মাষ্টার, গেট কিপার, টিকিট দাতা, সিগ্নাল সবই পরিচালনা করে মহিলারা। শুরুটা হয়েছিল অনেক দিন আগে তবে ২০১৯ সালে রেল কতৃপক্ষ সম্পূর্ন ভাবে স্বীকৃতি দেয় বলে জানান স্টেশন মাষ্টার প্রতিমা…
Read More