07
Oct
শহরে পরপর মোবাইল চুরির ঘটনার কিনারা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি সংলগ্ন তিনবাত্তি এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তদন্তে নেমে জানতে পারে একশ্রেণীর নেশাক্ত যুবকেরা এই মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তাদের বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে এই মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনায় যুক্ত দের চিহ্নিতকরণের কাজ শুরু করে । অবশেষে মিলল সাফল্য । পুলিশ জানিয়েছে ওই ধৃত দুই জনের কাছ থেকে ১২ টি এন্ড্রয়েড স্মার্ট ফোনও উদ্ধার করা হয়েছে ।ধৃতদের নাম মোহাম্মদ কুরবান ও পবন কুমার সিংহ ।অভিযুক্তরা শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকায় চুরি…