02
Oct
মাস্ক এখন নিত্যপ্রয়োজনীয় । বাড়ির বাইরে বেরোতে গেলেই লাগবে মাস্ক । ডাক্তাররা মাস্ককে জীবনের একটি অঙ্গ করে নিতে বলেছেন এই করোনার প্রেক্ষাপটে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছেন এবার পুজোতে মাস্ক পরেই বেরোতে হবে । আর এইবিষয়টি দেখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেই মতো পুজোর আগে থেকেই মানুষ যাতে মাস্ক ব্যবহার করে , তার তদারকি শুরু করে দিলেন এখন থেকেই । কারন এখনো বেশকিছু মানুষের মাস্ক পরতে অনীহা দেখা যাচ্ছে। হাটে বাজারে এই দৃশ্য প্রায়ই চোখে পরছে। কেউ মাস্ক নিয়ে বাইরে বেরোলেও ঠিকভাবে মাস্ক নাকে।দিচ্ছেনা এমন চিত্র হামেশাই লক্ষ করা যাচ্ছে বলে সূত্রের খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও…