13
Aug
করোনা এবং লকডাউন বদলে দিয়েছে শিলিগুড়ি মার্কেটের চেহারা । দীর্ঘদিন লকডাউন থাকার পর মার্কেট খুললেও ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না । মার্কেটের একাধিক হোটেল বন্ধ হয়ে গিয়েছে । রেডিমেড পোশাক বা শাড়ির দোকানগুলিও ফাঁকা । প্রতিদিন রুটিন করে দোকান খুলছেন ব্যবসায়ীরা, কিন্তু দেখা নেই ক্রেতাদের । বাজারে এই দশায় ব্যবসায়ীদের মাথায় হাত । আরো এমনটাই চলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ মহল। করোনার আগের দিনগুলিতে এই মার্কেটেই ভিড় জমাতেন নেপাল, ভুটান থেকে বহু ক্রেতা। আজ আর দেখা নেই তাঁদের। তাছাড়া পাহাড় থেকেও নেমে আসতেন বহু লোক। এমনকি সিকিমের একটা বড় অংশ কেনাকাটার উদ্দেশ্যেই ভিড় জমাতেন বিধান মার্কেটে। এখন আর পাহাড় থেকে নেমে…