16
Nov
ইসকন মন্দিরে গোবর্ধন উৎসব পালিত হল যথাযথ নিয়মে। করোনা পরিস্থিতি এবং তার স্বাস্থ্যবিধি মেনে এদিন গোবর্ধন উৎসব পালিত হল। জানা গেছে এই উৎসবে প্রায় ২০০ কেজি অন্নভোগ দেওয়া হয়। সেইসঙ্গে ১০৮ রকমের ব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয়। ইসকনের তরফ থেকে অখিল দাস জানিয়েছেন ইসকন শিলিগুড়িতে গোবর্ধন পুজা এবং অন্নকূট মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো 200 কেজি চালের অন্নভোগ দিয়ে গোবর্ধন পর্বত তৈরি করা হয়েছে 108 রকমের ব্যঞ্জন ভোগ নিবেদন করা হলো। পুজা শেষে সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।