shitolkuchi

শীতলকুচি কাণ্ডে আরও তৎপর হয়ে উঠল সিআইডি

শীতলকুচি কাণ্ডে আরও তৎপর হয়ে উঠল সিআইডি

একুশে বিধানসভা ভোট আবহে ঘটেছিল এই দুর্ঘটনা। নির্বাচনের ফল প্রকাশের পরে এখনো চলছে তার সত্ততার অভিযান। শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তে তৎপরতা আরও বাড়াল রাজ্য। সোমবার নয়া মোড় নিল শীতলকুচি কাণ্ড। শীতলকুচিতে গুলিকাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে তলব করল সিআইডি। আগামী ১৮ তারিখ বেলা ১১টা নাগাদ তাঁকে ডেকে পাঠানো হয়েছে ভবানীভবনে। শীতলকুচিতে যখন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন প্রাণ হারিয়েছেন তখন এই পুলিশ সুপার দেবাশীষ ধর পুলিশ সুপারের পদে ছিলেন। তাঁর ভূমিকা খতিয়ে দেখতেই এই জেরা বলে খবর সিআইডি সূত্রে। বিধানসভা ভোটের চতুর্থ দফায় গত ১০ এপ্রিল, কোচবিহারে বিধানসভা নির্বাচন চলাকালীন অনভিপ্রেত ঘটনা ঘটে শীতলকুচিতে। কোচবিহারের শীতলকুচিতে বুথে গুলি চালায় আধাসেনা। কেন্দ্রীয়…
Read More