shankar malakar

হারের ভয়ে মহকুমা পরিষদের নির্বাচন করাতে চাইছে না শাসকদল তৃণমূল, অভিযোগ বাম-কংয়ের

হারের ভয়ে মহকুমা পরিষদের নির্বাচন করাতে চাইছে না শাসকদল তৃণমূল, অভিযোগ বাম-কংয়ের

অবিলম্বে মহকুমা নির্বাচনের দাবি জানিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দিল বাম-কংগ্রেস। বাম-কংগ্রেসের অভিযোগ, শিলিগুড়ি পুরসভা ও মহকুমা পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলেও শাসক দল তৃণমূল কংগ্রেস নিবার্চন না করে কাস্টডিয়ন বসিয়ে রেখেছে। এতে গ্রামের উন্নয়ন বাধা পাচ্ছে। মানুষ পঞ্চায়েতে গিয়ে জনপ্রতিনিধি পাচ্ছেনা এই অভিযোগ করে অবিলম্বে নির্বাচনের দাবি জানায় তারা।অবিলম্বে শিলিগুড়ি সহ রাজ্যের সমস্থ মেয়াদ উর্ত্তিন পুরসভা ও মহকুমা পরিষদ গুলির এই দাবি জানিয়ে বৃহস্পতিবার কংগ্রেস - বামফ্রন্ট যৌথ ভাবে স্মারকলিপি দিল নির্বাচন আধিকারিক তথা মহকুমা শাসক প্রীয়দর্শিনি এসকে। বিধানসভা সহ পুরসভা,মহকুমা পরিষদের নির্বাচনে এক সাথে লড়াই করার সিদ্ধান্ত গ্রহন করেছে এই দুই দল।সেই কারনে ইতিমধ্য কোমর বেধে বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহন…
Read More