serve tea

চালকদের ঘুম ভাব কাটাতে গাড়ির চালকদের চা পান করালো  ট্রাফিক পুলিশ

চালকদের ঘুম ভাব কাটাতে গাড়ির চালকদের চা পান করালো ট্রাফিক পুলিশ

উত্তরবঙ্গে এই সময় প্রতিনিয়ত সকালে কুয়াশাছন্ন আবহাওয়া থাকায় গাড়ি চালকদের সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অন্তগত পথ দুর্ঘটনা এড়াতে এবং চালকদের ঘুম ভাব কাটাতে গাড়ির চালকদের চা পান করানো হল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।এদিন আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাদারিহাট টোল প্লাজা এলাকায় এশিয়ান হাইওয়েতে চলাচলকারী সমস্ত গাড়ির চালকদের চা পান করানো হয়, উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ট্রাফিক ইন্সপেক্টর জয়দেব মোদক, হাসিমারা ট্রাফিক ওসি বিজয় দে সহ পুলিশ কর্মীরা ও সিভিক ভলেনটিয়াররা। এদিন ট্রাফিক ওসি বিজয় দে নিজে সমস্ত গাড়ির চালকদের দাড় করিয়ে চা পান করান । এই সময় প্রতিনিয়ত সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে এলাকায়, কোনো দোকান খোলা না থাকায়…
Read More