20
Jul
প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকে এবার যেন উলটপুরান। সর্বকালীন রেকর্ড করল মাধ্যমিক। আজ সকাল ৯টায় চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। এই প্রথম ১০০ শতাংশ ছাত্র ছাত্রীই পাশ করলেন মাধ্যমিক পরীক্ষায়। এবারের মাধ্যমিক পরীক্ষায় এটাই হচ্ছে পাসের হার। যা নিঃসন্দেহে অভূতপূর্ব। তাও আবার পরীক্ষা না দিয়েই। করোনা অতিমারীর জন্য এবছর পরীক্ষা বাতিল হয়। নবম শ্রেণির মার্কশিট এবং দশমের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হল। গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ৷ সর্বোচ্চ নম্বর ৬৯৭৷ মোট ৭৯ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছেন৷ গত বছর সর্বোচ্চ নম্বর ছিল ৬৯৪৷ মাধ্যমিকের ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় জানান,…