28
Jul
পশ্চিমবঙ্গে কবে খুলতে পারে স্কুল-কলেজ? অবশেষে তার আভাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘সেপ্টেম্বরে স্কুল-কলেজ খোলা যায় কি না ভেবে দেখবে সরকার।’ স্কুল-কলেজ খোলার প্রশ্ন নেই। আগে থেকে ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এর পর তিনি জানান, স্কুল – কলেজ খোলা নিয়ে সরকার একটা প্রাথমিক পরিকল্পনা করেছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে ৫ সেপ্টেম্বর সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন থেকে ফের শুরু হতে পারে পঠনপাঠন।