02
Jun
এই বছর থেকে রাজ্যে উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল আনা হয়েছে। সিলেবাসে পাশাপাশি বদল আনা হয়েছে পরীক্ষা পদ্ধতিতেও। এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে দুটি সেমিস্টারে। ১১ বছর পর এই বদল আনা হয়েছে। কবে থেকে শুরু হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস? নতুন সিলেবাসের বই কী ছাপা হয়ে গিয়েছে? দেখুন কী তথ্য পাওয়া গেল! এই বছর থেকে জাতীয় শিক্ষানীতির ওপর ভিত্তি করে রাজ্য শিক্ষানীতির সুপারিশে পশ্চিমবাংলায় প্রথম এই নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। এই বছর হারা উচ্চমাধ্যমিক পাশ করল তাদের এই বছরের নভেম্বর একটি সেমিস্টার এবং পরের বছরের মার্চে আর একটি সেমিস্টার হবে। এই পরীক্ষা নেওয়া হবে স্কুল থেকেই। এবং ২০২৫ সালে নভেম্বেরে…