20
Oct
কোভিড পরিস্থিতি এবং হাইকোর্টের রায়ে এবার পুজোর আনন্দে অনেকটাই কোপ পড়েছে। বিগ বাজেটের ক্লাবগুলি যেমন নমনম করে সারবে দেবীর পুজা, তেমনি অনেক ঘরোয়া পুজোতেও প্রভাব পড়েছে। আলিপুরদুয়ারের সরকারবাড়ির ঐতিহ্যবাহী পুজোতেও করোনা আবহে চলছে কাটছাট। শুধুমাত্র ঘট পুজো করে দেবী দুর্গার আরাধনা সারবেন সরকার বাড়ির লোকজনেরা। আর এতে মন ভার এলাকার মানুষের। আলিপুরদুয়ারের প্রাচীন পুজো গুলির মধ্যে সরকার বাড়ির পুজো আলাদা আকর্ষণ ছিল । সরকার পরিবার বার বার স্থান পরিবর্তন করলেও চারশো বছর ধরে পুজো থামেনি । পুজো শুরু হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের অবিভক্ত ময়মনসিংহ জেলার সিংহেশ্বর গ্রামে ।সূর্য নারায়ণ সরকারের হাত ধরে এই পুজো শুরু হয় সরকার পরিবারে…