15
Feb
রাত পোহালেই সরস্বতী পূজা। তার আগে সোমবার শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজারে জমেছে প্রচুর ভিড়। তবে প্রতি বছরের মতো বিক্রি নেই বলে জানালেন বিক্রেতা। তবে কোরোনা আবহে স্বাস্থ্য বিধি মেনেই স্কুল, কলেজ নানান জায়গায় সরস্বতী পূজা করা হবে বলে জানালেন ক্রেতারা।বাজারের তালিকা নিয়ে দেখা গেল গৃহিণীদের বাজার করতে। তারা বলেন এবছর সব কিছুর দাম বেড়েছে। সবজি থেকে শুরু করে ফলমূল। তবে প্রতিমার দাম টা কিছু টা বেড়েছে। স্কুল, কলেজ গুলির বাজেট এবছর কম করা হয়েছে কোরোনার জন্য। এবছর প্রতিমা ছোট থেকে বড়ো ১৫০,২৫০,৪০০,৫০০,৬০০ টাকা, পলাশ ফুল ১০টাকা, আপেল ১৫০ টাকা কেজি,আঙ্গুর ৩০ থেকে ৪০ টাকা কেজি , শশা ৪০টাকা কেজি, খাগের…