22
Jan
নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানালেন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীর। আগামীকাল নেতাজির জন্মদিন পালনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ এই দাবি জানালেন তৃণমূল সাংসদ। পাশাপাশি সুভাষ চন্দ্রবসুকে বিজেপির রাজনীতি করারও তীব্র বিরোধিতা করেন।জানা গেছে আগামীকাল ২৩এ জানুয়ারী নেতাজীর ১২৫ তম জন্মদিনে নেতাজীকে শ্রদ্ধা জানাতে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই কলকাতা আগমণকে ভোটের আগে রাজনীতি করতে আাছেন বলে কটাক্ষ শান্তা ছেত্রীর। কালকা মেলকে নেতাজী এক্সপ্রেস করারও বিরোধী করেন তিনি। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে শান্তা ছেত্রীর দাবী ২৩ শে জানুয়ারীকে জাতীয় ছুটির দিন ঘোষন করা ও নেতাজীর মৃত্যুর ইতিহাস সকলের সামতে তুলে ধরতে হবে বিজেপিকে।