31
Dec
করোনার জেরে সুফল পেল শিলিগুড়ি? করোনা সংক্রমণে শিলিগুড়ি শহর এবং শহরতলী এলাকায় বহু মানুষের মৃত্যু হলেও উল্লেখ্যযোগ্যহারে এবার কমে গিয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আর এতেই অবাক শহর শিলিগুড়ি। প্রতিবছর রাজ্যসহ শিলিগুড়িতে যেহারে ডেঙ্গু আক্রান্তের খোঁজ মেলে বা ডেঙ্গু রোগের থাবা বসায় করোনার সময়ে এবার তার গ্রাফ নিম্নমুখী ।বলা যায় প্রায় নেইই। আর এই ডেঙ্গুমুক্ত পরিস্থিতি নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে শিলিগুড়ি বাসীর মুখে। সূত্রের খবর, ২০১৮-১০১৯ সালে গোটা রাজ্যে থাবা বসিয়েছিল মশাবাহীত ডেঙ্গু রোগ।আক্রান্ত ও মৃত্যুর হারও ছিল বেশ অনেকটাই।স্বাস্থ্য আধিকারিকদের মতে,মার্চের পরপরই এই রোগের পাদুর্ভাব ঘটে।বিগত বছরেও রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও এই রোগে আক্রান্ত হয়েছে অনেকে।আর ডেঙ্গুর মোকাবিলায় সজাগ ছিল…