sanitizationmachine

শিলিগুড়ি বিধানমার্কেটে বসানো হল অস্থায়ী সানিটাইজেশন মেশিন

শিলিগুড়ি বিধানমার্কেটে বসানো হল অস্থায়ী সানিটাইজেশন মেশিন

শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি ও নবচেতনা নামে এক সংস্থার সহযোগিতায় বিধান মার্কেটের প্রবেশমুখে বসানো হল সানিটাইজিং মেশিন।বাজারের ভিতরে প্রবেশ করতে গেলে মানুষদের ট্যানেলের ভিতর দিয়ে প্রবেশ করে করতে হবে।এর সঙ্গে মাস্ক বিলি করে জনগণকে সচেতন করা হয় বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। বাজারে প্রতিদিন অনেক মানুষ আসে বাজারে।মানুষের সুবিধের জন্যই এই চ্যানেল বসানো হয়েছে বলে জানা গেছে।এই চ্যানেলটি দুদিন বসানো থাকবে মার্কেটের প্রবেশপথে।
Read More