samabyathi

সমব্যথী প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ প্রধানের বিরুদ্ধে

সমব্যথী প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ প্রধানের বিরুদ্ধে

সমব্যথী প্রকল্পে ব্লকস্তর থেকে টাকা আসলেও দীর্ঘ একবছর ধরে সেই সুবিধা পায়নি স্থানীয় জনগণ। প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে প্রধান।এই অভিযোগ এনে ধর্ণায় বসল স্থানীয় অঞ্চলের বাসিন্দারা। এমনই ঘটনা ঘটেছে ইংরেজবাজার এলাকায় ।এদিন এই অঞ্চলের বাগবাড়ি, 52 বিঘা সহ একাধিক এলাকার মহিলারা সমব্যাথী প্রকল্পের দুই হাজার টাকা করে না পেয়ে ব্লক দপ্তরের সামনে ধর্নায় বসেন । এলাকার মহিলাদের অভিযোগ কারো স্বামী এক বছর আবার কারো স্বামী ছয় মাস আগে মারা গেছে । কিন্তু সমব্যাথী প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাননি । কাজি গ্রাম অঞ্চলের প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি । তাই আজ তারা ব্লক দপ্তরের সামনে ধরনায়…
Read More