21
Jul
একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই চব্বিশের লড়াইয়ের ডাক দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। '২১ জুলাই শহিদ দিবস তর্পণের দিন। দিনটি ক্রমশ এতটাই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে যে এই তারিখটি আমাদের শক্তি দেয়, অনুপ্রাণিত করে, চলার পথের দিকনির্দেশ করে দেয়', নিজের অনুভূতি ব্যক্ত করলেন তৃণমূল সুপ্রিমো। 'এবার শপথ দিল্লি চলো', এই বার্তাই দিয়েছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'আমরা জিতেছি মা-মাটি-মানুষের আশীর্বাদে। কিন্তু সামনে আরও অনেক কাজ'। পাঁচটি পয়েন্টে সেই কাজের কথা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়- ১. রাজ্য সরকারের একের পর এক উন্নয়ন ও সামাজিক স্কিমগুলির উপযোগিতা মানুষেরপ কাছে তুলে ধরা। মানুষকে সহযোগিতা করা। ২. কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রচার। বাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণ চক্রান্তের…