28
Nov
আজ পাহাড়ে ফিরছেন রোশন গিরি। বিমল পন্থী এই নেতার পাহাড়ে ওঠার খবরে পাহাড়ে শীতের শুরুতে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিমল পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা নেতা সত্যবান ছেত্রী জানিয়েছেন আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে পাহাড়ে উঠছেন রোশন গিরি। তবে তারসঙ্গে বিমল গুরুং পাহাড়ে উঠছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।পাশাপাশি তিনি আরো জানান আগামী ২৯ এক বিশাল জনসভার আয়োজন করা হচ্ছে কার্শিয়াঙে। জানা গেছে রোশনকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য মোর্চার এক শ্রেণীর কর্মী হাজির থাকবেন। তাদেরকে নিয়েই পাহাড়ে উঠবেন দীর্ঘদিনের পলাতক নেতা রোশন গিরি। প্রায় তিন বছর আগে গোর্খাল্যান্ড আন্দোলনে যে আগুন জ্বলেছিল পাহাড়ে তারপর নানা মামলায় অভিযুক্ত বিমল গুরুং ,…