01
Sep
পার্থিব জগৎ থেকে চলে গেলেন পঞ্চভূতের দেশে । শত প্রচেষ্টাকে হার মানিয়ে গতকাল বিকেলে প্রয়াত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখার্জি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপনে আগামিকাল মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ৷ প্রণব মুখার্জির প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ ।প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্র। প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে রাজ্যে মঙ্গলবার সমস্ত সরকারি অফিস, প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ স্বরাষ্ট্র সচিব জানান, “প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ৷ প্রণববাবুর সম্মানে আগামিকাল মঙ্গলবার রাজ্য সরকার পূর্ণ দিবস ছুটি ঘোষণা…