rescue forest wood

লক্ষাধিক টাকার মূল্যবান সেগুন কাঠ উদ্ধার, ধৃত চার

লক্ষাধিক টাকার মূল্যবান সেগুন কাঠ উদ্ধার, ধৃত চার

কাঠপাঁচারের আগে দুই গাড়ি সহ লক্ষাধিক টাকার মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করল সালুগারা রেঞ্জের বনকর্মীরা। জানা গেছে রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সালুগারা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত তার টিমকে নিয়ে বেঙ্গল সাফারি পার্কের কাছে তল্লাশি চালাতেই দুটি গাড়ি থেকে উদ্ধার হয় জঙ্গলের মূল্যবান সেগুন কাঠ। জানা সেই কাঠের বাজার দর আনুমানিক পাঁচ লক্ষ টাকা।এই ঘটনায় দুটি গাড়ি সহ চারজনকে আটক করা হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন এই কাঠ বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ধৃতরা। ধৃত চার কাঠ পাচারকারীকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো । দামী সেগুন কাঠ কালিম্পং থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল । এই পাচারকারী দলের কিঙ পিন বিপুল দাস…
Read More