rescue deadbody

সাতঘন্টা পর উদ্ধার  কিশোরের মৃতদেহ

সাতঘন্টা পর উদ্ধার কিশোরের মৃতদেহ

দিনভর চেষ্টার পর অবশেষে খোঁজ মিলল নিঁখোজ কিশোরের মৃতদেহ। গতকালই জলপাইগুড়ির করলা নদীতে তলিয়ে যায় এক কিশোর। রবিবার সকাল ন'টা নাগাদ থার্মোকলের ভেলা দিয়ে করলা নদী পারাপার হ‌ওয়ার সময় জলে পড়ে তলিয়ে যায় ওই কিশোর। এরপর পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীদের পাশাপাশি এলাকাবাসীরা দিনভর নদীতে নেমে তল্লাশি চালান। আসেন জলপাইগুড়ির ডাবগ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা‌ও।জানা গেছে সিভিল ডিফেন্সের বাহিনী এসে দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া যায় ওই কিশোরের লাশ উদ্ধারকর্মীদের মারফত জানা গিয়েছে মৃতদেহটি পাথরের এক কোণে আটকে ছিল । সেখান থেকে উদ্ধার করতেই এলাকায় শোকের ছায়া নেমেছে জলপাইগুড়ির কিং সাহেব ঘাট এলাকায়। মৃতদেহ‌টি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে।
Read More