reflective plate

দুর্ঘটনা এড়াতে সাইকেলে রিফ্লেকটিভ প্লেট লাগাল জলপাইগুড়ি পুলিশ

দুর্ঘটনা এড়াতে সাইকেলে রিফ্লেকটিভ প্লেট লাগাল জলপাইগুড়ি পুলিশ

পথ দুর্ঘটনা এড়াতে সাইকেলে রিফ্লেক্টিভ প্লেট লাগানোর উদ্যোগ নিল জলপাইগুড়ি পুলিশ। জানা গেছে শহরে প্রায়শই সাইকেল-গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটছে । বুধবার জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝার চা বাগান এলাকায় সকাল থেকেই এই কাজ শুরু করা হয় । জলপাইগুড়ি কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশের ওসি শান্তা শীল বলেন, " রাতে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় সাইকেল আরোহীদের জখম ও মৃত্যুর ঘটনা ঘটছে। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নির্দেশে সাইকেলগুলিতে রিফ্লেক্টিভ প্লেট লাগানো হচ্ছে। এই রিফ্লেক্টিভ প্লেটে আলো পড়লেই পথ দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে। "
Read More