18
May
রাতে পাতে পড়ুক "আম-মাংসের কারি"। অন্য স্বাদের এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু। "আম-মাংসের কারি" কীভাবে রান্না করবেন? চলুন দেখেনি সেই রেসিপি। উপকরণ:মাংস (চিকেন বা মটন) - ৫০০ গ্রামপাকা আম - ২টি (খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করা)পেঁয়াজ - ২টি (কুঁচি করে কাটা)আদা-রসুন বাটা - ২ টেবিল চামচকাঁচা লঙ্কা - ৪-৫টি (মিহি কুচি)হলুদ গুঁড়ো - ১ চা চামচলাল মরিচ গুঁড়ো - ১ চা চামচজিরা গুঁড়ো - ১ চা চামচধনে গুঁড়ো - ১ চা চামচগরম মসলা গুঁড়ো - ১/২ চা চামচতেজপাতা - ২টিসরিষার তেল - ৩-৪ টেবিল চামচনুন - স্বাদমতোচিনি - ১ চা চামচধনেপাতা - পরিবেশনের জন্য প্রণালী: মাংস ম্যারিনেট করা:মাংসের টুকরোগুলো…