05
Apr
শেষ হয়েও যেন হচ্ছে না শেষ! জনপ্রিয় স্মার্টফোন-মেকার Realme-র ক্ষেত্রে এই কথাটা যেন সত্যিই প্রযোজ্য। কারণ, কোম্পানির X7 সিরিজে ইতিমধ্যেই একাধিক হ্যান্ডসেটে রয়েছে। Realme X7 সিরিজে আরও একটি নতুন হ্যান্ডসেট যোগ করল কোম্পানি। চলতি মাসের শুরুতেই লঞ্চ করেছে Realme X7 Pro Extreme Edition। সোমবার কোম্পানি জানিয়ে দিল যে, Realme X7 Pro Ultra এবং Realme X7 Pro Extreme Edition এই দুটি ফোন একই। তবে এদের মোনিকার্স আলাদা। আর সেই দিক থেকে দেখতে গেলে, দুটি মডেলকেই আলাদা হিসেবে গণ্য করা যেতে পারে। আপাতত ফোনটি লঞ্চ করা হয়েছে কেবল মাত্র চিনের মার্কেটের জন্যই। RAM এবং স্টোরেজ ক্যাপাসিটির উপরে নির্ভর করে এই Realme X7 Pro Ultra ফোনের…