Ravi Khemu

‘মাস্টার অংশুমান’: এবার সত্যজিৎ রায়ের গল্পে রবি খেমু

‘মাস্টার অংশুমান’: এবার সত্যজিৎ রায়ের গল্পে রবি খেমু

এবার বাংলা ছবিতে পদার্পন করলেন কুনাল খেমুর বাবা রবি খেমু। সত্যজিৎ রায়ের গল্প 'মাস্টার অংশুমান' এ এক বিশেষ ভূমিকা তাকে দেখা যাবে। ছবির পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়। কুনাল খেমু ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন, তার বাবা রবি খেমু কম কাজ করলেও বলিউডে নিজের পরিচয় রেখেছেন যেমন ‘জিন্দেগি না মিলেগা দুবারা’, ‘রাজনীতি’, ‘আই ডোন্ট লাভ ইউ’-এর মতো কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তিনি 'ডলার বহু' সহ বেশ কিছু সিরিয়াল পরিচালনা করেছিলেন। এই প্রথম তার বাংলা ছবিতে অভিনয়। ছবিটির শ্যুটিং শুরু হয়েছিল দার্জিলিঙে, কিন্তু রাজ্যে লকডাউন শুরু হওয়ায় ছবির শুটিং বন্ধ করে দিতে হয়। 'মাস্টার অংশুমান' এক ক্ষুদে গোয়েন্দার গল্প। অংশুমানের চরিত্র রয়েছে…
Read More