21
Apr
এইচসিএল-এর পক্ষ থেকে আনা হল ‘এইচসিএল জিগ্স’ প্রতিযোগিতা। এই ‘প্রিমিয়ার ক্রিটিক্যাল রিজনিং প্লাটফর্মের’ মাধ্যমে ষষ্ঠ থেকে নবম গ্রেডের ছাত্রছাত্রীদের একবিংশ শতাব্দীর উপযুক্ত দক্ষতা পরীক্ষা করা হবে। ‘এইচসিএল জিগ্স’ প্রতিযোগিতার উদ্দেশ্য, দেশে সমস্যা সমাধানের এক সংস্কৃতি গড়ে তোলা। এই প্যান-ইন্ডিয়া প্রতিযোগিতাটি ভার্চুয়ালি দু’টি রাউন্ডে হবে: কোয়ালিফায়ার (২৪-২৭ জুন) ও ফিনালে (১৭ ও ১৮ জুলাই)। অংশগ্রহণকারীরা ১৬ লক্ষ টাকা মূল্যের পুরস্কার ও গ্যাজেট জেতার সুযোগ পাবে। ‘এইচসিএল জিগ্স’ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের তিনটি প্রাথমিক বিষয়ে ১০টি উল্লেখযোগ্য প্যারামিটারের মাধ্যমে পরীক্ষা করবে। এগুলিই হবে সমস্যা সমাধান প্রক্রিয়ার মুখ্য বিষয়। ‘এইচসিএল জিগ্স’ পরিচালিত হবে দুইটি রাউন্ডে। প্রথমটি হল কোয়ালিফায়ার স্টেজ, যা হবে প্যান-ইন্ডিয়া অনলাইন-অলিম্পিয়াডের মাধ্যমে। প্রতি…